কম্পিউটারের রেম প্রবলেম ও সলিউশন। আপনার পিসি চালু করার পর যদি বিপ শব্দ তিনবার হয় (অনেকক্ষেত্রে শব্দ নাও হতে পারে) অথবা কম্পিউটার চালু হওয়ার পর যদি ডিসপ্লে অন হয়ে আটকে থাকে তাহলে বুঝতে হবে পিসিতে রেম প্রবলেম বা রেম স্লটে ঠিকভাবে লাগানো হয়নি।
এক্ষেত্রে রেম স্লট ও রেম কার্ড ভালোভাবে পরিষ্কার করে লাগাতে হবে অথবা নষ্ট হলে পরিবর্তন করতে হবে।
কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই যদি কাজ না করে বা নষ্ট হলো কিনা কিভাবে বুঝবেন?
পাওয়ার সাপ্লাই ইউনিটে পাওয়ার ক্যাবল এর সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর ২৪ পিনের ক্যাবল এর সবুজ তারের পিনের সাথে পাশাপাশি অবস্থিত কালো তারের পিনকে মিলিত করে যদি দেখা পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘুরছে তাহলে বুঝতে হবে ভালো আছে। আরেকটি পদ্ধতি হল Power Supply Analyzer নামে একটি টুল পাওয়া যায় তার সাহায্যে।

0 Comments