ঘরে বসে মোবাইলে আয়ের কথা অনেক শুনেছি আসলে আয় করা যায়?
জি যায়, বিভিন্ন আপস ইউজ করে, রিভিউ দিয়ে, এফিলিয়েট মার্কেটিং করে আরো অনেক ভাবে। এখানে তেমনই একটি আপস নিয়ে কথা বলবো, EarnKaro নামের এই আপস Installed করে Registration করতে হবে।
Registration সম্পন্ন হওয়ার পর আপনি বিভিন্ন প্রোডাক্টসের অফার দেখতে পাবেন। আপনার পছন্দসই প্রোডাক্টসের অফার এর লিংক তৈরী করে সেই লিংক সোস্যাল মিডিয়ায় বা ইমেইলের মাধ্যমে আপনার পরিচিত বা কাস্টমার দের কাছে পাঠিয়ে দিলে উনারা লিংক ব্যাবহার করে যা ই কেনাকাটা করবে আপনি কমিশন পাবেন।
কেমন হবে যদি আপনার এন্ড্রয়েড ফোন এর পিছনের অংশে যদি ডাবলস টাচ করেন আপনার ফোনের টর্চ জ্বলে উঠবে।
হা এর জন্য আপনার ফোন Android 11 সমৃদ্ধ হতে হবে অথবা আপনার ফোনে একটি আপস ইন্সটল করতে হবে।
যাদের ফোনে Android 11 Install করা আছে তারা Setting এ অপশন টি পাবেন আর যাদের ফোনে Android 11 Install করা নেই তারা forum.xda-developers.com এই সাইটে গিয়ে আপনার ডিভাইসের সাথে মানানসই ভার্সন অনুযায়ী Double Tap On Back Of Device Gesture ইন্সটল করে ব্যবহার করতে পারেন।

0 Comments