মোবাইল ক্যামেরা ও মেগাপিক্সেলের ভেল্কিবাজি

মোবাইল ক্যামেরা ও মেগাপিক্সেলের প্রতিযোগিতা আমাদের কে ভাবিয়ে তুলেছে আসলে কোন ফোনটা কিনবো? মোবাইল নির্মাতা কোম্পানিগুলো কিছু দিন পরপর মোবাইলে মেগাপিক্সেলের সংখ্যা বাড়িয়ে চলছে। বেশি মেগাপিক্সেল ক্যামেরা ফোন সত্যিই ভালো কারন আপনার তোলা ছবি আপনি আগের চেয়ে অনেক বেশি জুম বা বড় করে দেখতে পাড়বেন। 

কিন্তু ভাল ছবি শুধু পিক্সেল এর উপর নির্ভর করবে না। একটু ভাবুন আইফোনে ১২ মেগাপিক্সেল বা ডিজিটাল ক্যামেরা ও ডিএসএলআর ক্যামেরা তে সচারাচর ১২-২৪ মেগাপিক্সেল ই ব্যবহার হচ্ছে এবং ডিএসএলআর ক্যামেরা তে আপনি যে ছবি পাবেন তা আপনার ফোনের চেয়ে হাজার গুণ ভালো কিন্তু কেন? 

আসলে শুধু ক্যামেরা মেগাপিক্সেলের এর উপর ভালো ছবি নির্ভর করে না সাথে আরো কিছু বিষয় জড়িত এই যেমন কেমেরা লেন্স, সেন্সর, মেগাপিক্সেল, পিক্সেল, ইমেজ প্রসেসিং, এলগরিদম এবং প্রসেসর। আমাদের ফোনে যে ক্যামেরা দেখি তার ভিতর এত কিছুর সংযোজন থাকে এবং আমরা ক্যামেরার সাহায্যে ছবি তুলার পর আসল কাজটা হল ইমেজ প্রসেসিং ইউনিট এর কাজ, তা করে আপনার ফোনের প্রসেসর। 

সুতরাং যত ভালো প্রসেসর তত ভালে ছবির কোয়ালিটি। তাই শুধু মেগাপিক্সেল দেখে হুমড়ি খেয়ে ফোন কিনতে যাবেন না, আনুষাঙ্গিক ফোনের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার বিবেচনায় নিতে হবে।