Facebook, Twitter & Instagram এর মত সামাজিক যোগাযোগ অন্যতম মাধ্যম Tiktok. Video Content তৈরি করতে পারবেন বিভিন্ন ফিল্টার সহ, বর্তমানে প্রায় সব বয়সের মানুষই Tiktok ব্যবহার করেন।
এর সুফল এর চেয়ে কুফল ই বেশি, গ্রুপ মারামারি, অশালীন শব্দ চয়ন, অশালীন নৃত্য ও ভিডিও তে সয়লাব এখন। সম্প্রতি টিকটকে জরিয়ে কিছু তরুণী আন্তর্জাতিক পাচারকারী চক্রের মাধ্যমে প্রাচার হয়েছেন ভারতে।
ঐ তরুনীর বরাতে গনমাধ্যমে প্রকাশিত হয়েছে কিভাবে তিনি প্রাচার হয়েছেন। প্রথমে টিকটক এ বিভিন্ন পার্টি আয়োজন করে এই পার্টি আয়োজন করে বিভিন্ন টিকটকার, সেখানে যোগ দেন অনেক অচেনা নতুন মুখ, এই সকল পার্টিতে চলে মদ, গাজা, ইয়াবাসহ অনেক মাদকদ্রব্য সাথে তরুণ তরুনীদের অবৈধ সম্পর্ক। এভাবে ধীরে ধীরে এই সকল তরুণী জড়িয়ে পড়েন দেহ ব্যবসার মত জঘন্য কাজে।
টিকটক স্টার হওয়ার নামে এভাবে সমাজে ছড়িয়ে পড়ছে অসংখ্য অসামাজিক ভিডিও। তবে অনেক ভালো ভালো ভিডিও ও আছে যা ভালো বার্তা দিচ্ছে সমাজকে। পরিশেষে আমরা যেন তারকা হবার নেশায় মান সম্মান হারিয়ে নিঃস্ব না হই।

0 Comments